Site icon Amra Moulvibazari

‘র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ’

‘র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ’


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

র‍্যাবের কর্মকান্ডে জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে, নারায়ণগঞ্জের ঘটনা তার প্রমাণ বলে এ সময় উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসার প্রসঙ্গেও কথা বলেন এ কে আব্দুল মোমেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটা সুখবর নিয়ে আসবেন জানিয়ে এ কে আব্দুল মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে পারেন এস জয়শঙ্কর। মে মাসের শেষের দিকে যৌথ পরামর্শক কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী।

/এমএন



Exit mobile version