Site icon Amra Moulvibazari

চবিতে আজও বিক্ষোভ করছে ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা

চবিতে আজও বিক্ষোভ করছে ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা


আজ মঙ্গলবারও (২ আগস্ট) উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা।

এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে রেখেছেন আন্দোলনকারীরা। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। চলছে না শাটল ট্রেন। আন্দোলনকারীদের অভিযোগ, যোগ্য ও ত্যাগীদের বাদ দিয়ে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন বিতর্কিতরা। এর মধ্যে অনেকে অছাত্র, অনেকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত।

পদ নিয়ে বাণিজ্যের অভিযোগও তোলেন বঞ্চিতরা। কমিটি পুনর্গঠন না করলে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। গত রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর রাতেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন পদবঞ্চিতরা।

/এমএন



Exit mobile version