Site icon Amra Moulvibazari

শীতের শেষে মশার উপদ্রবে আতঙ্কে রাজধানীবাসী

শীতের শেষে মশার উপদ্রবে আতঙ্কে রাজধানীবাসী

{"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","total_effects_actions":0,"remix_data":[],"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":0,"flip_rotate":0,"selection":0,"enhance":0,"free_crop":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":1,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"text":0,"lensflare":0,"clipart":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"source_sid":"2FE4ECFB-CC27-45FD-80BB-25AF19ED6C0D_1581963389204","total_editor_time":0,"total_draw_time":71528,"effects_applied":0,"uid":"2FE4ECFB-CC27-45FD-80BB-25AF19ED6C0D_1581963389188","total_effects_time":0,"brushes_used":1,"height":750,"layers_used":2,"width":1334,"subsource":"done_button"}

সিটি করপোরেশনের কাজে নেই কোনো ধরনের গতি।

বেড়েই চলছে মশার উপদ্রব এরফলে আতঙ্কে বিরাজমান করছে রাজধানীবাসীদের মধ্যে।

এমনকি এয়ারপোর্টে ও ভিআইপি টার্মিনালে ও মশার উপস্থিতিতো আছেই।

মুহূর্তের মধ্যে যেন লক্ষ লক্ষ মশা হাজির মানুষের শরিরে ঘ্রানে রক্ত চুষার জন্য।এমনকি কয়েল জ্বালিয়ে কিংবা হাত-পা ঢেকে ও রক্ষা নেই মশার কারণে।

এর মধ্যে আসছে বর্ষা মৌসুম, উকি দিচ্ছে ডেঙ্গু আতঙ্ক।কিন্তু প্রচলিত ঔষুধ বদলে আনা হয়েছে নতুন ঔষুধ।নেওয়া হয়েছে প্রতিবেশী দেশের অভিজ্ঞতা ও।কিন্তু ডেঙ্গু মৌসুম কাটতেই যেন হাল ছেড়েছে নগর কর্তৃপক্ষ।

কিন্তু বহাল তবিয়তে রয়ে যাওয়া মশার প্রজনন ক্ষেত্র গুলোই তার জলন্ত প্রমান।সাধারন জনগনের সাথে সরজমিনে কথা বললে জানা যায়,মশার উপদ্রবে অতিষ্ঠ আমরা।

বাচ্চা সহ বয়সীদের মধ্যে ডেঙ্গুর আতঙ্কে বিরাজমান।তারা আরো ও বলেন তারা ঔষুধ প্রয়োগ করা হয় না , ময়লা আবর্জনা ঠিক মতো তুলে নেওয়া হয় না,ড্রেন পরিষ্কার করা হয় না বললেই মশার সৃষ্টি।

নগর বিশেষজ্ঞরা বলছেন,সঠিক পরিকল্পনার ঘাটতি আছে।বিশেষ মৌসুম ও বিশেষ  মশার চিহ্নিত করে মশার উপদ্রব নিধন করা সম্ভব নয়।এরজন্য পুরো বছরই গুরুত্ব সহকারে কাজ করতে হবে।

সবাইকে সতর্ক থাকার পরামর্শ ও দেন ।

Exit mobile version