Site icon Amra Moulvibazari

চলন্ত সিএনজি থেকে ছুঁড়ে ফেলা ৮ মাসের শিশুকে বাঁচালো পুলিশ

চলন্ত সিএনজি থেকে ছুঁড়ে ফেলা ৮ মাসের শিশুকে বাঁচালো পুলিশ

চলন্ত অটো রিকশা থেকে ছুঁড়ে ফেলা হলো ৮ মাস বয়সী এক মেয়ে শিশুকে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুপুরে নগরীর খুলশি এলাকায় পলিটেকনিক মডেল স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে দায়িত্ব পালন করছিলেন পুলিশের এ এস আই হিরণ মিয়া।

হঠাৎ দ্রুতগামী সিএনজি চালিত একটি অটোরিকশ্র ভিতর থেকে কিছু একটা ফেলে দিতে দেখেন তিনি। আহত অবস্থায় সাত আট মাস বয়সী শিশুটিকে তিনি উদ্ধার করেন।
পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক চিকিৎসার পর শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শঙ্কা মুক্ত নয় বলে জানান চিকিৎসক।

সিএনজিকে ধরতে সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত দৃশ্যের সাহায্য নেয়া হবে বলে জানায় পুলিশ।
যদি শিশুটির কাউকে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আদালতের মাধ্যমে কাউকে দত্তক দেয়ার বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।

বিগত কয়েক বছরে চট্টগ্রামে এইরকম আরো মর্মান্তিক ও অমানবিক ঘটনা আরো ঘটেছে। যা খুবই দুঃখজনক এবং এটি একটি ঘৃণ্য অপরাধ বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Exit mobile version