Site icon Amra Moulvibazari

ফরিদপুরে বারীপ্লাজা মার্কেটের গোডাউনে আগুন

ফরিদপুরে বারীপ্লাজা মার্কেটের গোডাউনে আগুন


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর শহরের নিউমার্কেটের পাশে থানা রোডের বারীপ্লাজা মার্কেটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ৬ তলা মার্কেটটির ৪র্থ তলায় একটি কসমেটিকস ও প্রসাধনীর গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনটিতে পার্টি স্প্রে বডি স্প্রেসহ বিভিন্ন প্রসাধনী থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মার্কেটের ব্যবসায়ী আজম শেখের ছোট বড় ২টি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ফরিদপুর জেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসে কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রসাধনীর গোডাউনটিতে পারফিউম ও পার্টি স্প্রে থাকায় সেগুলো গোডাউনের ভিতর বিস্ফোরণ হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অন্যান্য গোডাউনে আগুন ছড়াতে পারেনি। তবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। সিগারেটের আগুন থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা অনেকের।

এদিকে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউএইচ/



Exit mobile version