Site icon Amra Moulvibazari

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া


ছবি: সংগৃহীত

ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে স্থায়ীভাবে নয়, আপাতত আয়ারল্যান্ড সফরের জন্য অধিনায়কত্ব পেয়েছেন পান্ডিয়া।

বুধবার দুই ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই এসেছে পান্ডিয়াকে অধিনায়ক করার ঘোষণা।

সর্বশেষ আইপিএলে নতুন গুজরাট টাইটানসকে শিরোপা জিতিয়েছেন পান্ডিয়া। তার নেতৃত্বগুণ আলোচনায় এসেছে এরপর থেকেই, অনেকেই তাকে স্থায়ীভাবে ভারতের অধিনায়ক করার দাবিও তুলেছেন।

সবশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজে তিনজন অধিনায়ককে দায়িত্ব দিলো বিসিসিআই। ভিরাট কোহলি দায়িত্ব ছাড়ার পর উইন্ডিজ সিরিজে রোহিত শর্মা, চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়কত্ব পেলেও চোটের কারণে দল থেকে বাদ পড়েন লোকেশ রাহুল। পরে সহঅধিনায়ক রিশভ পন্থের কাঁধেই এখন অধিনায়কত্বের দায়িত্ব।

ইউএইচ/



Exit mobile version