সন্তান যেন দেশের হয়ে সেরাটা দিতে পারে সেজন্য বোন মারা যাওয়ার খবর আকবরকে দেন নি তার বাবা। তিনি বলছেন তার সন্তান যেন এখানেই না থামে আরো বড় কিছুর জন্য প্রস্তুত হওয়া যায়।
ক্রিকেট ভক্তদের চাওয়া পরিণত হয়ে আকবর – হৃদয়রা খেলুক দীর্ঘদিন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ও আশ্বস্ত করেছেন এবার কোনো তাড়াহুড়া নয়। পরিকল্পনা নিয়েই তৈরী করা হবে টাইগার যুবাদের।
বাবা! শত বাধা বিপত্তি বুকে আগলে সন্তানকে যিনি ভালো রাখার চেষ্ঠা করেন তিনিই বাবা। আকবর আলীর বাবা একমাত্র মেয়ে হারানোর কষ্ঠ বুকে জমা রেখেছেন আরেক সন্তানের সাফল্যে।
সন্তানের ভবিষ্যতের জন্যই এতোটা ত্যাগ পরিবারের। তাই আজকের এই যুবারা যেন হারিয়ে না যায়, সেটাই আকবরের বাবার মতো চাওয়া ভক্তদের।
আকবরকে বলা হয়েছে কুল কাস্টমার। বয়সে উনিশের বসন্ত তবে চিন্তায় পরিণত আত্মপ্রত্যয়ী আকবর।
ছোট বয়সে বিশ্ব চ্যাম্পিয়নের ট্যাগলাইন। চাপ নয় আকবরদের জন্য এই ব্র্যান্ডিং হোক এক প্রেরণার নাম।
ক্রিকেট ভক্তরা চান যে খ্যাতি ও ভালোবাসা ক্রিকেটররা পেয়েছেন তা কাজে লাগিয়ে ভবিষ্যতেও বাংলাদেশের ক্রিকেটের আকাশে সত্যিকারের তারা হবেন এই আকবর, হৃদয়, তামিমরা।