Site icon Amra Moulvibazari

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের শীর্ষস্থানে ভারত

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের শীর্ষস্থানে ভারত


ছবি: সংগৃহীত

১৫ মাস পর টেস্ট র‍্যাংকিংয়ের সিংহাসন থেকে নামলো অস্ট্রেলিয়া। তাদেরকে সরিয়ে শীর্ষে উঠেছে ভারত। গত মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে মেন ইন ব্লু’রা। কিন্তু সে সময় শীর্ষস্থান কেড়ে নিতে পারেনি রোহিত শর্মার দল। তবে আইসিসির বার্ষিক র‍্যাংকিং আপডেটে ঠিকই চূড়ায় উঠে এসেছে ভারত।

বার্ষিক র‍্যাংকিং করার সময় ২০২০ সালের মে মাস থেকে এখন পর্যন্ত যত আন্তর্জাতিক সিরিজ হয়েছে সেগুলো বিবেচনা করেছে আইসিসি।তবে ২০২২ সালের মে মাসের আগ পর্যন্ত অনুষ্ঠিত সিরিজগুলোকে ৫০ শতাংশ ও এর পরবর্তী সিরিজগুলোকে ১০০ শতাংশ গুরুত্ব দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

ছবি: সংগৃহীত

তাই অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট এখন ১১৬। নতুন র‍্যাংকিং প্রকাশিত হওয়ার আগে তাদের রেটিং পয়েন্ট ছিল ১২২। অন্যদিকে, দুই পয়েন্ট বেড়েছে ভারতের। ১১৯ থেকে তাদের রেটিং পয়েন্ট এখন ১২১। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের ব্যবধান মাত্র ২ রেটিং পয়েন্টের।  

র‍্যাংকিংয়ের বাকি অবস্থানগুলো অপরিবর্তিতই রয়েছে- চারে দক্ষিণ আফ্রিকা, পাঁচে নিউজিল্যান্ড, ছয়ে পাকিস্তান, সাতে শ্রীলঙ্কা, আটে ওয়েস্ট ইন্ডিজ, নয়ে বাংলাদেশ, দশে জিম্বাবুয়ে। এদিকে, আগামী ৭ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

/আরআইএম



Exit mobile version