Site icon Amra Moulvibazari

ঈদের বাজার শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, ট্রেনের ধাক্কায় নিহত ১

ঈদের বাজার শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, ট্রেনের ধাক্কায় নিহত ১


ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার, যশোর:

ঈদের বাজার করে রেলক্রসিং এলাকা দিয়ে বাড়িতে ফিরছিল দুই বন্ধু। হঠাৎই বদলে গেলো সব। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় মামুন আজিজ( ২০) ও শামীম (২২)। হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় শামীমের। অপর বন্ধু মামুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) যশোরের খড়কি গাজিরঘাটে ঘটে এ ঘটনা। মামুন আজিজ ও শামীম সাতক্ষীরার কলারোয়া থানার বয়েরডাঙ্গা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মামুন প্রাণে বেঁচে গেলেও তার বাম পা ভেঙে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় খুলনা থেকে বেনাপোলগামী কমিউটার ট্রেনটি রেলক্রসিং পার হচ্ছিল। মোটরসাইকেল আরোহী দুই বন্ধু এ সময় রেল ক্রসিংয়ের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করেছে।

এসজেড/



Exit mobile version