Site icon Amra Moulvibazari

মুন্সিগঞ্জে চলন্ত লঞ্চ জড়িয়ে পড়লো বৈদ্যুতিক তারে, পানিতে লাফিয়ে নিখোঁজ স্কুলছাত্র

মুন্সিগঞ্জে চলন্ত লঞ্চ জড়িয়ে পড়লো বৈদ্যুতিক তারে, পানিতে লাফিয়ে নিখোঁজ স্কুলছাত্র


নিখোঁজ স্কুলছাত্র নিলয়।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিদ্যুতের তারে চলন্ত লঞ্চ জড়িয়ে পড়ায় নৌযান থেকে লাফিয়ে পড়ে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ নিলয় হোগলাকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় পাঙ্গাসিয়া খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (২ আগস্ট) পিকনিকবাহী নৌযানটি ঝুলন্ত তারের নিচ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের সংস্পর্শে চলে আসে। এতে বিদ্যুতায়িত হলে সবাই লঞ্চ থেকে ঝাঁপিয়ে পানিতে পড়ে। এ সময়ই তলিয়ে যায় নিলয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ নিলয়ের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এসজেড/



Exit mobile version