Site icon Amra Moulvibazari

এই মুহূর্তে দেশে আইনের শাসন নেই; ড. মোশাররফের অভিযোগ

এই মুহূর্তে দেশে আইনের শাসন নেই; ড. মোশাররফের অভিযোগ


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

দেশ কঠিন সময় অতিক্রম করছে; এই মুহূর্তে কোনো আইনের শাসন নেই। এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (২ এপ্রিল) সকালে ডিআরইউতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। খন্দকার মোশাররফ বলেন, দেশে স্বৈরাচারী ব্যবস্থা চলছে। এজন্য সুলতানা জেসমিনের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও তাকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। সরকারকে বাঁচাতে র‍্যাব মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন তিনি। প্রথম আলোর প্রতিবেদক শামসকে সিভিল পোশাকে সিআইডি কেন গ্রেফতার করবে বলে প্রশ্ন রাখেন খন্দকার মোশাররফ।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, আজকে আমরা যে সময় অতিক্রম করছি বাংলাদেশে তা অত্যন্ত কঠিন। আমরা সকলেই তা জানি। দেশে গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। এদেশের সরকার ফ্যাসিবাদী, স্বৈরাচারী। তাদের প্রতি জনগণের সমর্থন নেই। তাদেরও জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।

আরও পড়ুন: ‘প্রথম আলো যে কাজ করেছে, তা উন্নত দেশে হলে লাইসেন্স বাতিল হতো’

/এম ই



Exit mobile version