Site icon Amra Moulvibazari

পিএসজি-ম্যানসিটির বিপক্ষে ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ লঙ্ঘনের অভিযোগ

পিএসজি-ম্যানসিটির বিপক্ষে ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ লঙ্ঘনের অভিযোগ


ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটি ও পিএসজির বিপক্ষে ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ লঙ্ঘনের অভিযোগ এনেছে লা লিগা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফার কাছে এ অভিযোগ করেছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ।

বুধবার (১৫ জুন) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে লা লিগা। কেবল উয়েফার কাছে নালিশ করেই থামছে না সংস্থাটি। প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স অথবা সুইজারল্যান্ডের বিচার ব্যবস্থার মাধ্যমে আরও আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছে তারা।

এর আগেও ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ ভঙ্গের অভিযোগ উঠেছে পিএসজির বিরুদ্ধে। এবার এমবাপ্পের সঙ্গে তাদের নতুন চুক্তির পর বিষয়টি আবার সামনে এনেছে লা লিগা। এমবাপ্পের সাথে রিয়াল মাদ্রিদের কথা বাতিল করতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অর্থ ব্যয় করেছে পিএসজি এমন অভিযোগ উঠেছে। কেবল পিএসজি নয় আর্লিং হ্যালান্ডকে দলে নেয়া ম্যানসিটির বিপক্ষেও অভিযোগ করেছে লা লিগা।

ইউএইচ/



Exit mobile version