Site icon Amra Moulvibazari

নেত্রকোণায় বন্যায় ১৫ স্থানে ভাঙন বাঁধের, দ্রুত সংস্কারের দাবি

নেত্রকোণায় বন্যায় ১৫ স্থানে ভাঙন বাঁধের, দ্রুত সংস্কারের দাবি


স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

সম্প্রতি বন্যায় নেত্রকোণার ফসল রক্ষা বাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। বারহাট্টা উপজেলার রায়পুরের ৭ কিলোমিটার দীর্ঘ ‘জীবনরক্ষা বাঁধ’ ভেঙেছে ১৫টি স্থানে। ফলে আসন্ন বোরো মৌসুম ঘিরে দুশ্চিন্তায় রয়েছে ৩ উপজেলার ৪০টি গ্রামের লাখো চাষি। এ পরিস্থিতিতে ফসল বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

খোঁজ নিয়ে ক্ষতি হওয়া বাঁধের মেরামত করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ে ক্ষয়ক্ষতির মাত্রা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোণার জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এলাকার চেয়ারম্যান-মেম্বার যারা আছেন, তাদের মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে হবে। তারপর এই বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আমাদের লিখলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

প্রায় ২ দশক আগে স্বেচ্ছাশ্রমে বাঁধটি নির্মাণ করে এলাকাবাসী। এরপর সবশেষ ২০১২ সালে সরকারি উদ্যোগে তা সংস্কার করা হয়। তবে এরপর আর কোনো মেরামতের কাজ হয়নি বাঁধটির। তাই আসন্ন বোরো মৌসুমের আগেই বাঁধটি সংস্কার করার দাবি এলাকাবাসীর।

এসজেড/



Exit mobile version