Site icon Amra Moulvibazari

দেশে বেড়েছে বেকারের সংখ্যা: বিবিএস

দেশে বেড়েছে বেকারের সংখ্যা: বিবিএস


দেশে বেকারের সংখ্যা বেড়েছে। বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার। গেল বছরের শেষ ৩ মাসের চেয়ে যা ২ লাখ ৭০ হাজার বেশি। এমন তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

মঙ্গলবার (২ মে) সকালে এনইসি ভবনে শ্রমশক্তি জরিপ প্রকাশ করে সংস্থাটি।

বিবিএস জানায়, গত ডিসেম্বরে বেকার জনগোষ্ঠী সংখ্যা ছিল ২৩ লাখ ২০ হাজার। এ সময় কৃষি খাতে কর্মসংস্থান সবচেয়ে বেশি কমেছে। গেল ডিসেম্বরে ৩ কোটি ২৩ লাখ মানুষ কৃষিতে নিয়োজিত থাকলেও মার্চে কমে তা দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লাখে।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

চলতি বছরের মার্চ শেষে দেশে মোট শ্রম শক্তি দাঁড়িয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার। কর্মে নিয়োজিত মোট জনশক্তির সংখ্যা এখন ৭ কোটি ১১ লাখ। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৬৫ লাখ ৪০ হাজার, নারী ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার।

ইউএইচ/



Exit mobile version