Site icon Amra Moulvibazari

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে নড়াইলে বিক্ষোভ

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে নড়াইলে বিক্ষোভ


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নড়াইলের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বর থেকে রূপগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা আব্দুর রহমান মেহেদী, শাফায়াত উল্লাহ, রাফায়েতুল হক তমাল, তুহিন বিন আব্দুর রাজ্জাক, হাসিবুর রহমান, লামিয়া খাতুন, শাহরিয়ার, কাজী ইয়াজুর রহমান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন। এতে তিনি শপথ ভঙ্গ করেছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি।

একই সময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিরুদ্ধেও বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র-জনতা।

হাফিজুল নিলু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version