রাজধানীর নয়াবাজারে খবর সংগ্রহকালে রিপোর্টার ও চিত্র সাংবাদিকের উপর হামলা হয়েছে। এতে আহত হয়েছেন ৩জন। হামলাকারীরা ক্যামেরা এবং লাইভ ডিভাইস কেড়ে নিয়ে তা ভাঙচুর করেছে।
দুপুরে পূর্ব নির্ধারিত বন্ড কমিশনারেটের অভিযানে সংবাদ সংগ্রহ করতে নয়াবাজারের পেপার মার্কেটে যায় নিউজ টুয়েন্টি ফোর। বাবুরবাজার ব্রিজের কাছে প্রথম বাধার মুখে পড়েন তারা।
প্রথমেই ইট পাঠকেল চুড়ে গাড়ি ভাঙচুর করে পরে প্রায় এক কিলোমিটার ধাওয়া করে গাড়ি থেকে বের করে মারধোর করে রিপোর্টার ফখরুল ইসলাম ও চিত্র সাংবাদিক শেখ জালালকে।
আহতরা ঢাকা মেডিকেল এ প্রাথমিক চিকিৎসা নেন।
প্রত্যক্যদর্শীরা জানান, বন্ড সুবিধার অপব্যবহার করে অবৈধ ভাবে কাগজ বিক্রির সিন্ডিকেট এর লোকজনই উদ্দেশ্য মূলকভাবে এই হামলা চালিয়েছে।
এই বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সে যেই হোক না কেন।
পরে একটি ট্রেন থেকে ছিনিয়ে নেওয়া ক্যামেরা উদ্ধার করে পুলিশ।