Site icon Amra Moulvibazari

লগি বৈঠার আন্দোলন আর হত‍্যার মাধ‍্যমে আ. লীগ ক্ষমতায় এসেছে: ড. মোশাররফ

লগি বৈঠার আন্দোলন আর হত‍্যার মাধ‍্যমে আ. লীগ ক্ষমতায় এসেছে: ড. মোশাররফ


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি।

লগি বৈঠার আন্দোলন আর হত‍্যার মাধ‍্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (২০ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে খোন্দকার দেলোয়ার হোসেনের ১২তম মৃত‍্যুবার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বতর্মান প্রধানমন্ত্রী বলেছিলেন, জরুরি সরকারের পতন হয়েছিল আওয়ামী লীগের আন্দোলনের মাধ্যমে। কিন্তু আগুন সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসেছে এই সরকার। ক্ষমতায় এসে দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীনরা।

আওয়ামী লীগ সরকার বর্তমানে বিদ‍্যুতের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটের পথ তৈরি করেছে বলেও অভিযোগ করেন ড. খন্দকার মোশাররফ। বলেন, গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে।

/এমএন



Exit mobile version