বগুড়া ব্যুরো:
বগুড়ার শাজাহানপুরে ১০ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়৷
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১২ বগুড়া ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিলেন র্যাব সদস্যরা। এ সময় চট্টগ্রাম থেকে বগুড়ার উদ্দেশ্যে আসা যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে গাবতলী উপজেলার মানিক মিয়া, রবিউল ইসলাম রানা এবং কাহালু উপজেলার মাহবুবুলের কাছ থেকে একটি হাত ব্যাগে রাখা প্রায় সাড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৪ হাজার ৪৫০ টাকাও জব্দ করা হয়।
তিনি আরও জানান, মানিক মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ৩টি ও একটি হত্যা মামলা রয়েছে।
এএআর/