Site icon Amra Moulvibazari

সিঙ্গাপুরে প্রথম বাংলাদশির শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস

সিঙ্গাপুরে প্রথম বাংলাদশির শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস

প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত একজন প্রবাসী বাংলাদেশী। সিঙ্গাপুরের প্রবাসী ওই বাংলাদেশীর শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে রোববার নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ মন্ত্রণালয়।

সিঙ্গাপুরে আক্রান্ত ৩৯ বছরের প্রবাসী বাংলাদেশীর শরীরে ভাইরাসের লক্ষণ পাওয়া যায় পহেলা ফেব্রুয়ারি। এর ছয়দিন পর সিঙ্গাপুরের চাঙ্গি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে দ্রুত তাকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ শনিবার দুপুরে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হয় কর্তৃপক্ষ। বর্তমানে তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশন ডিজিসেস NCID-র আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন। বাংলাদেশী নাগরিক ছাড়া আরো দুজন নভেল করোনায় আক্রান্ত বলে জানানো হয়।

তবে তাদের কারোরই সম্প্রতি চীন সফরের কোনো প্রমাণ মিলে নি। এ নিয়ে সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৪৩ জনে।

বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি দুজনের ল্যাব টেস্টে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় নি বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। তবে ১৪ দিন হাসপাতালেই পর্যবেক্ষণে থাকছেন তারা।

এদিকে রংপুর মেডিকেল এ ভর্তি চীন ফেরত শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ অধিদপ্তর। রোববার রাতে আক্রান্ত সন্দেহে ভর্তি হয়েছে আরেকজন।

Exit mobile version