Site icon Amra Moulvibazari

ভারতকে হারিয়ে নতুন এক ইতিহাস গড়লো বাংলাদেশ!

ভারতকে হারিয়ে নতুন এক ইতিহাস গড়লো বাংলাদেশ!

BDvsIND - Photo Credit: ICC

যুব বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

পচেফস্ট্রোমের ফাইনালে বাংলাদেশ যুব দলের অসাধারণ বোলিং এ কুপোকাত ছিল ভারত। অভেদ্য বোলিং এ ভারতকে অনেকটা চাপে ফেলে দেয় বাংলাদেশের যুব বোলাররা। শুরুটা চমৎকার হলেও প্রথম পাওয়ার প্লে তে মাত্র এক উইকেট নিতে পেরেছিল টাইগাররা। ম্যাচ শুরুর সেই ধাক্কা সামলে উঠে যশস্বী জয়সালের ব্যাটে অনেকটা ভালোই প্রতিরোধ গড়ে তুলে ভারত।

বাংলাদেশের বোলারদের আঁটসঁআট বোলিং এ সব মিলিয়ে ফাইনালে ভারতের সঞ্চয় ছিল ১৭৭ রান।
শুধু দুর্দান্ত বোলিং এ নয়, ফিল্ডিং এও ছিল আকবররা একশোতে একশো।

ইতিহাসের প্রথম ফাইনাল ম্যাচে ভারতের দেওয়া ১৭৭ রানের টার্গেটের লক্ষে খেলতে নেমে আকবররা জয় পেয়েছে ৩ উইকেট হাতে রেখে।

বৃষ্ঠির কারণে ডার্ক লুইস পদ্ধতিতে ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে ৪২.১ ওভারে ১৭০ রান করে বাংলাদেশ।

আস্তে আস্তে যখন বাংলাদেশ জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তখন ৪১তম ওভারে নেমে আসে বৃষ্টি। যুব টাইগারদের তখন রান ৭ উইকেটে ১৬৩। ৫৪ বলে তখন রান দরকার মাত্র ১৫। ডার্ক লুইস পদ্ধতিতে তখনও বাংলাদেশ ছিল ১৮ রানে এগিয়ে।

বৃষ্টি শেষে পুনরায় যখন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ডিএল পদ্ধতিতে তখন যুবা টাইগারদের দরকার ছিল ৩০ বলে ৭ রান। সেই রান নিতে অবশ্য কোনো বেগ হতে হয়নি বাংলাদেশকে। আকবরের ৭৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৩ এবং রাকিবুলের ৯ রানের ইনিংসে ভর করে  অনায়াসেই কাঙ্খিত জয়ের বন্দরে পৌঁছে যায় যুবা টাইগাররা।

সেই সাথে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নেয় বাংলাদেশের। একই সঙ্গে বিগত বছরের প্রতিশোধ হিসেবে ভারতকে উপহার দিল বড় মঞ্চে হার।

Exit mobile version