Site icon Amra Moulvibazari

জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সিরিজ নির্ধারণী ম্যাচ আজ

জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সিরিজ নির্ধারণী ম্যাচ আজ


ছবি: সংগৃহীত

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে আজ মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

আঙুলের চোটের কারণে ছিটকে যাওয়া নুরুল হাসান সোহানের বদলে দলে ফেরানো হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। সিরিজ নির্ধারণী এই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। এই ম্যাচে একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। অভিষেক হতে পারে পারভেজ ইমনের। সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় সফররত বাংলাদেশ। দাপুটে পারফরমেন্সে ৭ উইকেটের জয় পায় টাইগাররা। শেষ ম্যাচটা তাই পরিণত হয়েছে অলিখিত ফাইনালে।

টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেন, ব্যক্তিগতভাগে পারফরমেন্সের ক্ষেত্রে আমি অজুহাত দিতে পছন্দ করি না। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি কীভাবে ঘুরে দাঁড়াচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা আমরা পেরেছি দ্বিতীয় ম্যাচে। পাওয়ার প্লেতে ৪টা উইকেট তুলে নেয়ার পর শেষ দিকেও ভালো বল করেছি আমরা। এখান থেকে ফিরে আসা ওদের জন্য কঠিন ছিল। এখন আমি ফাইনালের দিকে তাকিয়ে আছি।

/এমএন



Exit mobile version