একের পর এক ব্যর্থতায় সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাব চেলসির। দল মাঠে পারফর্ম না করায় সমালোচনার মুখে পড়েছেন দলটির ইংলিশ কোচ গ্রাহাম পটার। সমর্থকরা এখন তাকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। কিন্তু চেলসির মালিক টড বাউলি এখনও তাকে বিশ্বাস করেন। তবে সমর্থকদের সেই ক্ষোভ এতোটাই তীব্র যে, হত্যার হুমকিও পেয়েছেন পটার ও তার পরিবার। খবর দ্য গার্ডিয়ানের।
সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১৪ ম্যাচের মাত্র ২টিতে জিতেছে চেলসি। এমন অবস্থায় সমর্থকদের রোষ নিয়েছে আক্রমণাত্মক রূপ। ই-মেইলে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন গ্রাহাম পটার নিজেই। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। পটার বলেন, আমি মেইলে এমন বার্তা পেয়েছি, যা ভালো কিছু নয়। সেখানে আমার মৃত্যু চাওয়া হচ্ছে। আমার সন্তানদের মৃত্যু কামনা করা হচ্ছে। এমন বার্তা পাওয়া নিশ্চয় আনন্দের ব্যাপার নয়।
চেলসির কোচ তার সন্তানদের জীবননাশের হুমকি পাওয়া প্রসঙ্গে বলেন, আপনারা আমার পরিবারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে, আমার এবং তাদের জন্য জীবন কেমন চলছে। আমি বলতে পারি, একেবারেই ভালো নয়। যদি আপনি কাজে যান এবং কেউ আপনার উদ্দেশে গালিগালাজ করে, সেটা নিশ্চয় সুখকর অভিজ্ঞতা নয়।
জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কারি কারি টাকা খরচ করেছে চেলসি। এনজো, ফেলিক্স, মাদুকে, মুদ্রিখের মতো তরুণ খেলোয়াড়রা দলে যোগ দিয়েছেন। কিন্তু তারা ফল পাচ্ছেন না। মাঠে গোল পাচ্ছেন না চেলসির খেলোয়াড়রা। ফলস্বরূপ, চেলসি বস গ্রাহাম পটার পড়েছেন সমালোচনার মুখে। অনেক ভক্ত দলের খারাপ পারফরমেন্সের জন্য কোচ গ্রাহাম পটার এবং তার কৌশলকে দায়ী করছেন।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ১-০’তে হেরে গেছে লন্ডনের ক্লাবটি। পরের রাউন্ডে উঠতে হলে দুই গোলের ব্যবধানে জিততে হবে তাদের। এদিকে, লিগে রোববার (২৬ ফেব্রুয়ারি) টটেনহ্যামের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে চেলসি।
/আরআইএম