Site icon Amra Moulvibazari

আল্লাহর রহমতে করোনা ভাইরাস থেকে নিরাপদে আছেন চীনের মুসলিমরা

আল্লাহর রহমতে করোনা ভাইরাস থেকে নিরাপদে আছেন চীনের মুসলিমরা

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চীনে মহামারী সৃষ্ঠি হয়েছে। এই নভেল করোনা ভাইরাসটি চীন সহ পুরো বিশ্বে ভয়ানক আকার ধারণ করেছে।

শুধু চীনই নয় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ভারত, জাপান, ভিয়েতনাম, ফিলিপাইন, হংকংসহ বিশ্বের প্রায় বাইশটি দেশ। চীনের সাথে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের অনেক দেশের এয়ারলাইন্স ফ্লাইট সহ প্রায় সব কয়টি দেশের সাথে বিমান যোগাযোগ ব্যবস্থা।

এতসব কিছু যখন ঘটছে তখন কেমন আছেন চীনের নিপীড়িত উইঘুর মুসলিমরা।

সম্প্রতি আমেরিকার সিএনএন সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সিএনএন এর দেওয়া সেই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, উইঘুর মুসলমানেরা তাদের হালাল খাবার খাওয়ার কারনে এখন পর্যন্ত অন্যান্যদের তুলনায় করোনা ভাইরাস থেকে নিরাপদে আছে। তবে এই নবেল ভাইরাসটা যেহেতু সংক্রামক তাই তাদেরও সংক্রমণ হয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি চীনে করোনা ভাইরাসের উদ্ভব বাঁদুরের মাধ্যমে হওয়ার বেশ গুঞ্জন সৃষ্টি হয়েছে। তাই প্রশ্ন উঠেছে চীনাদের খাদ্যাভাস নিয়ে। চীনের লোকদের প্রিয় খাদ্যের তালিকায় রয়েছে তেলাপোকার ফ্রাই, টিকটিকি, ইঁদুর, সাপ, নানা রকম কীটপতঙ্গ ও বাঁদুরের জুস।

মুসলমানদের খাদ্য তালিকায় হালাল খাদ্য ও হারাম খাদ্যের বিভক্ত থাকায় তারা এইসব খাবার খাওয়া থেকে বিরত থাকে বিধায় চীনের এই কঠিন পরিস্থিতির মধ্যেও অনেক নিরাপদেই আছেন চীনের মুসলিমরা।

Exit mobile version