Site icon Amra Moulvibazari

সীমান্তে অনুপ্রবেশ করে ৫ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ – বিজিবি

সীমান্তে অনুপ্রবেশ করে ৫ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ – বিজিবি

BSF

বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করে পাঁচ জেলেকে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ। ভূমি পরিমাপের পর এমনটাই জানিয়েছে বিজিবি।

যদিও প্রতিবাদ লিপিতে বিষয়টি পুরোপুরিই অস্বীকার করেছে বিএসএফ।

এ ব্যাপারে নিশ্চিত হতে সীমান্তরক্ষী দুই বাহিনী নিজেদের পক্ষে তথ্য উপাত্ত নিয়ে বসবে কমান্ডার পর্যায়ের বৈঠকে। আর ওই ঘটনার পর রাজশাহীর পবা সীমান্তে আরো জোরদার করা হয়েছে বিজিবির টহল।

পদ্মা নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র সাথে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের বাহাস। প্রত্যক্যদর্শীদের দাবি মাছ ধরার সময় পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় বি এস এফ। তাদের সঙ্গী আরো চারজন কোনো রকমে বের হয়ে আসতে পারে। বিজিবি তাদের উদ্ধার করে নিয়ে আসার সময় বাধা দেয় বিএসএফ।

প্রত্যক্যদর্শীরা জানান, গহনা গ্রামের জেলেরা নদীতে মাছ ধরতে যাওয়ার সময় তখন বিএসএফ তাদেরকে ধরে স্পিডবোটে করে নিয়ে চলে যায়।

আরেকজন জানান, বিজিবির সাথে প্রতিনিয়ত বিএসএফ এর কথা কাটাকাটি হয়। বিজিবি সব সময় তাদেরকে শান্ত রাখার চেষ্ঠা করে। কিন্তু বিএসএফ যা ইচ্ছা তাই উচ্ছৃঙ্খল ব্যবহার করে।

বিষয়টি নিয়ে বিজিবি আর বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত হয় দুই দফা পতাকা বৈঠক। বিজিবির স্পষ্ঠ বক্তব্য বাংলাদেশী সীমানায় ঢুকে জেলেদের আটক করা হয়েছে। যদিও প্রটেস্ট নোট বা প্রতিবাদলিপিতে বিএসএফ দাবি করেছে তারা সীমানা অতিক্রম করে নি।

ভারতীয় বাহিনির দাবির পর সীমানা মেপেছে বিজিবি। পরিমাপের পর দেখা যায় যে স্থান থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেটি বাংলাদেশের অনেক ভিতরে।

অনুপ্রবেশের অভিযোগে ৫ জেলে এখন ভারতীয় কারাগারে। এ ঘটনার পর স্থানীয় জেলে আর চাষীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বিজিবি জানিয়েছে সীমান্তে নিরাপত্তা টহল আগের থেকে জোরদার করা হয়েছে আরো।


See more post : মৌলভীবাজারের বাহারমর্দানে দুর্ধর্ষ ডাকাতি


Connect with us on Facebook :

Exit mobile version