Site icon Amra Moulvibazari

কালীগঞ্জে ৩ জনের মৃত্যুর ঘটনায় হোমিও ডাক্তার আটক

কালীগঞ্জে ৩ জনের মৃত্যুর ঘটনায় হোমিও ডাক্তার আটক


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যুর ঘটনায় হোমিও ডাক্তার রেজাউল ইসলামকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাতে অ্যালকোহল পান করে কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও শ্রীলক্ষী সিনেমা হলের পিছনে ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫) মারা যান। এদের মধ্যে জাহাঙ্গীর হোসেন ভাঙরি শ্রমিক, বিপুল কুমার রিক্সা চালক ও রাজিব হোসেন মোটর শ্রমিক।

বিষাক্ত অ্যালকোহল পানে মারা যাওয়া জাহাঙ্গীর খাঁর ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হলের মালিক ডাক্তার রেজাকে আসামি করে মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিম মোল্ল্যা জানান, বিষাক্ত অ্যালকোহল পানে তিনজনের মৃত্যুর পর থেকে হোমিও চিকিৎসক রেজা পলাতক ছিল। তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইউএইচ/



Exit mobile version