Site icon Amra Moulvibazari

মৌলভীবাজার সদর হাসপাতালে দর্শনার্থীদের প্রবেশে লাগবে গেটপাস কার্ড

মৌলভীবাজার সদর হাসপাতালে দর্শনার্থীদের প্রবেশে লাগবে গেটপাস কার্ড

আগামী শনিবার ৮ ফেব্রুয়ারি থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে দর্শনার্থীদের প্রবেশে লাগবে গেটপাস কার্ড।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে দর্শনার্থী নিয়ন্ত্রণে এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এই নির্দেশনায় বলা হয়েছে , দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মানসম্মত চিকিৎসা দেওয়া সরকারের লক্ষ্য।

তাদের স্বাস্থ্যবিষয়ক অজ্ঞতা এবং রোগ-জীবাণুর সংক্রমণ রোধে করণীয় বিষয়ে জ্ঞানের অভাবে অধিকাংশ সময়ই কাঙ্খিত পরিবেশ বা পরিস্থিতির অবনতি হয়।

এ অবস্থায় দেশের সব সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নির্দেশক্রমে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হলো।

হাসপাতাল সূত্রে জানা যায়, একজন রোগীর জন্য দুইজন দর্শনার্থী কার্ড প্রতি ৫০ টাকা জামানত দিয়ে গেটপাস কার্ড সংগ্রহ করতে পারবেন।

হাসপাতাল ত্যাগের আগেই পাস ফেরত দিয়ে দর্শনার্থী নিরাপত্তা জামানত ফেরত নিতে পারবেন।

তবে শীতকালে প্রতিদিন ৩টা থেকে ৫টা এবং বর্ষাকালে ৪টা থেকে ৬টা পর্যন্ত সময়ে দর্শনার্থীরা পূর্বের মত পাস কার্ড ছাড়াই প্রবেশ করতে পারবেন।

Exit mobile version