Site icon Amra Moulvibazari

লক্ষ্মীপুরে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

লক্ষ্মীপুরে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক


লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে মাদ্রাসায় অধ্যয়নরত এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মো. হাসান নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) রাত ৯টার দিকে শহরের শেখ রাসেল সড়কের রিয়াজুল জান্নাহ হিফজ মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগী ছাত্রের মা রুমানা আক্তার জানান, দীর্ঘদিন ধরে আমার ছেলেকে মাদ্রাসার শিক্ষক হাসান ভয় দেখিয়ে যৌন নির্যাতন করে আসছিল। সে ভয়ে কাউকে কিছু বলেনি। মঙ্গলবার তার বাবা প্রবাসে চলে যায়। এরপর বুধবার মাদ্রাসায় যেতে বললে সে কান্নাকাটি করছিল। সে বলছিল আর মাদ্রাসায় যাবে না। কারণ জানতে চাইলে যৌন নির্যাতনের বিষয় খুলে বলে। পরে ৯৯৯ ফোন করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে, মাদ্রাসা অধ্যক্ষ হাবিবুর রহমানের স্ত্রী ও অভিযুক্ত হাসানের মা জানান, ২০১৯ সালে হাসান নাযেরা শিক্ষক হিসেবে মাদ্রাসায় যোগদান করেন। ওই শিক্ষার্থীর পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই জের ধরে মিথ্যা অভিযোগ এনেছে হাসানের বিরুদ্ধে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মোস্তফা কামাল বলেন, ৯৯৯ কল পেয়ে মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এটিএম/



Exit mobile version