Site icon Amra Moulvibazari

তুরস্কের ইস্তাম্বুলে রানওয়েতে ভেঙে পড়েছে একটি বিমান

তুরস্কের ইস্তাম্বুলে রানওয়েতে ভেঙে পড়েছে একটি বিমান

তুরস্কের ইস্তাম্বুলে গোকেন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি বিমান। এতে বিমানটি ভেঙ্গে কয়েক টুকরা হয়ে পড়ে।

এরপরও কেউ নিহত হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, বুধবার (০৫ ফেব্রুয়ারি) তুরস্কের একটি অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণের সময় বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ সময় বিমানটির একপাশে আগুন ধরে যায়।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি কয়েক টুকরা হয়ে গেছে। বিমানের বড় একটি ফাটল দিয়ে বের হয়ে আসছে যাত্রীরা।

রানওয়ের মাঝখানে বিমানটি ছিটকে পড়ে ভেঙে যায়

 

 

 

 

 

 

 

দুর্ঘটনা সম্পর্কে তুরস্কের পরিবহনমন্ত্রী জানান, এই বিমানে ১৭৭ জন আরোহী ছিল। বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কেউ নিহত হননি।

Exit mobile version