Site icon Amra Moulvibazari

পরপর দুই ট্রাকচাপায় দুই বন্ধুর করুণ মৃত্যু, তৃতীয় জনের অবস্থা আশঙ্কাজনক

পরপর দুই ট্রাকচাপায় দুই বন্ধুর করুণ মৃত্যু, তৃতীয় জনের অবস্থা আশঙ্কাজনক


ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরপর আসা দুটি ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহীর দুইজন নিহত হয়েছেন। অপরজন আহত অবস্থায় এখন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৫ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাজা বাড়িয়াকান্দি নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় নিহতরা হলেন, সরাইল উপজেলার শাহজাদাপুরের সালমান মিয়া (১৬) ও শরিফ মিয়া (১৬)। একই এলাকার আনাস (১৭) এ দুর্ঘটনায় আহত হন।

এ দুর্ঘটনায় আহত আনাসের চাচা আরিফুর রহমান (৫১) বলেন, ওরা সহপাঠী এবং শৈশবের বন্ধু ছিল, তিনজন চলাফেরাও করতো একসঙ্গেই, তিনজনের দুইজন চলেও গেল একসঙ্গে।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, রাতে সিলেট অভিমুখে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী দুটি ট্রাক মোটরসাইকেলটিকে পরপর দুবার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী সালমান ও শরীফ নিহত হন। গুরুতর আহত অবস্থায় আনাসকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরই ঘাতক ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

/এসএইচ



Exit mobile version