Site icon Amra Moulvibazari

লোকসভায় দাঁড়িয়ে ‘কাঁচা বেগুনে’ কামড় দিলেন সংসদ সদস্য কাকলি

লোকসভায় দাঁড়িয়ে ‘কাঁচা বেগুনে’ কামড় দিলেন সংসদ সদস্য কাকলি


লোকসভায় দাঁড়িয়ে কাঁচা বেগুনে কামড় দিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালেন তৃণমূলের সংসদ সদস্য কাকলি ঘোষদস্তিদার। খবর আনন্দবাজার পত্রিকার।

সোমবার (১ আগস্ট) লোকসভার বাদল অধিবেশনে যোগ দিয়েছিলেন কাকলি। সেখানেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন প্রতিবাদ করেন।

এ সময় তিনি বলেন, গত কয়েক মাসে চার গুণ বেড়েছে রান্নার গ্যাসের দাম। একজন দরিদ্র মানুষ কি রান্নার গ্যাসের জন্য ১১০০ রুপি ব্যয় করবে? এর পরেই কাকলি বলেন, সরকার মনে হয় আমাদের কাঁচা খাবার খাওয়ার অভ্যাস তৈরি করতে চাইছে। এরপরেই সংসদে নিজের ডায়াসের সামনে দাঁড়িয়েই একটি কাঁচা বেগুন বের করে তাতে কামড় দেন কাকলি।

উল্লেখ্য, সোমবারই সংসদের বাইরে বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূলের। অধিবেশন শুরুর আগে তৃণমূলের নারী সংসদ সদস্যরা গান্ধিমূর্তির পাদদেশে নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেন। কাকলি ছাড়াও সেখানে ছিলেন তৃণমূল সংসদ সদস্য দোলা সেন, রাজ্য সভা সংসদ সদস্য মৌসম নূরেরা।

ইউএইচ/



Exit mobile version