Site icon Amra Moulvibazari

পপুলার হাসপাতালে আগুন, সংবাদ সংগ্রহকালে স্টাফদের হামলার শিকার সাংবাদিক

পপুলার হাসপাতালে আগুন, সংবাদ সংগ্রহকালে স্টাফদের হামলার শিকার সাংবাদিক

Fire

পপুলার হাসপাতালের রোগ নির্ণয় কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আড়াই ঘন্টার চেষ্ঠায় এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

রাত আটাটর দিকে হঠাৎ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ধানমন্ডির পপুলার হাসতালের দ্বিতীয় তলার রোগ নির্ণয় বিভাগ। এসময় আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন রোগী ও স্বজনরা।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি।

এম আর আই মিশিনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকান্ডে সংবাদ সংগ্রহ কালে পপুলারের স্টাফদের হামলা শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক রিয়াজ রায়হান।

 

Exit mobile version