Site icon Amra Moulvibazari

বিশেষ কেক দিয়ে রোনালদোর ‘ইতিহাস’ উদযাপন করলো আল নাসর

বিশেষ কেক দিয়ে রোনালদোর ‘ইতিহাস’ উদযাপন করলো আল নাসর


ছবি: সংগৃহীত

পর্তুগালের হয়ে দারুণ সময় কাটিয়ে সৌদি আরবে ফিরতেই চমকে গেলেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ায় বিশেষ কেক বানিয়ে তাকে অভিনন্দন জানিয়েছে আল নাসর। গোল ডটকমের খবর।

আল নাসরে যোগ দেয়ার পর প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন সিআরসেভেন। লিখটেনস্টেইনের বিপক্ষে মাঠে নেমেই তিনি বনে গেছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার। এর আগে এই রেকর্ড ছিল কুয়েতের বাদের আল মুতাবার। তিনি খেলেছিলেন ১৯৬ ম্যাচ। এখন সেই রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন এই পর্তুগিজ তারকা। তার এই অর্জনকে উদযাপন করতেই আল নাসরের বিশেষ কেকের ব্যবস্থা।

কেকটি বানানো হয়েছে পর্তুগালের লাল-সবুজ জার্সির রঙে। তার উপর সাজানো হয়েছে জাতীয় দলের হয়ে রোনালদোর বিভিন্ন সময়ের উদযাপনের ছবি। কেকের নিচের অংশে লেখা ছিল ‘হিস্ট্রি’। কেক সামনে নিয়ে রোনালদোর হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করা হয়েছে আল নাসরের টুইটার অ্যাকাউন্ট থেকে। ক্যাপশন ছিল, আমরা ইতিহাস উদযাপন করলাম।

আরও পড়ুন: এলচেকে উড়িয়ে শিরোপার সুভাস পাচ্ছে বার্সেলোনা

/এম ই



Exit mobile version