Site icon Amra Moulvibazari

পরীক্ষার প্রথম দিনেই অনিয়ম,পরীক্ষার্থীর আত্মহত্যা!

পরীক্ষার প্রথম দিনেই অনিয়ম,পরীক্ষার্থীর আত্মহত্যা!

পরীক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনিয়মের দায়ে বরিশালের একটি কেন্দ্রের হল সুপারকে বরখাস্ত করা হয়েছে।

মাগুরায় বহিষ্কার করা হয়েছে আরো এক হল সুপারকে।

এদিকে নীলফামারীতে এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণার আত্মহত্যার ঘটনা তদন্তে কাজ শুরু করেছে কমিটি।

এসএসসি পরীক্ষার প্রথম দিন সোমবার বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি কক্ষের ১৭ জন পরীক্ষার্থীকে দেয়া হয় ২০১৮ সালের সিলেবাসের প্রশ্নপত্র।

এ ঘটনায় মঙ্গলবার হল সুপারকে বরখাস্ত ও চার শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয় জেলা প্রশাসন।

সেই সঙ্গে ভুলের ঘটনা তদন্তে আলাদা কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও বরিশাল শিক্ষা বোর্ড।

মাগুরায় পরীক্ষার দায়িত্বে অবহেলার দায়ে সরকারি বিদ্যালয় কেন্দ্রের হল সুপারকে বহিষ্কার ও ছয় পরিদর্শককে অব্যাহতি দেয় জেলা প্রশাসন।পরীক্ষার সময় অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

এদিকে নীল ফামারির ডোমারে মাহিগন্জ উচ্চ বিদ্যালয়ের এস এসসি পরীক্ষার্থী তৃষ্ণা রাণীর আত্মহত্যার ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডে তিন সদস্যের দলটি তদন্ত শুরু করেছে। ভুল প্রবেশপত্র দেয়া সহ তৃষ্ণার আত্মহত্যার প্ররোচণায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন কমিটির সদস্যরা।

পরীক্ষার আগের দিন নিজ বাড়িতে আত্মহত্যা করে তৃষ্ণা। পরিবারের অভিযোগ ভুল প্রবেশপত্র হাতে পেয়ে দুশ্চিন্তায় ও অভিমান থেকে আত্মহত্যা করে সে।

Exit mobile version