Site icon Amra Moulvibazari

পেঁয়াজের বাজারে অস্থিরতা কমছে না

পেঁয়াজের বাজারে অস্থিরতা কমছে না


রাজধানীর পেঁয়াজের বাজারে অস্থিরতা কমছে না। চার দিন ধরে পেয়াজের দর বাড়ছেই। একদিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ২ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। আর প্রতি কেজি দেশি জাতের দাম ৪০ টাকা। দেশি জাতের দাম গেলো চার দিনে বেড়েছে কেজিতে ৫ থেকে ৬ টাকা।

এদিকে, দেশি জাতের সরবরাহের কোনো ঘাটতি নেই। ভারত থেকে আমদানিও হয়েছে বিপুল পরিমাণ। তারপরও আমদানি বন্ধের অজুহাতে দাম বাড়িয়ে দেয়া হচ্ছে।

এদিকে, ক্রেতারা বলছেন, দাম বাড়ানোর অজুহাতের যেন শেষ নেই। রমজানকে সামনে রেখে সব পণ্যেরই দাম বাড়ানো হচ্ছে। তদারকির সুফল মিলছে না। আর ব্যবসায়ীরা বলছেন, স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার প্রভাব পড়েছে। সরবরাহ পর্যায়েই দাম বেড়েছে।

/এমএন



Exit mobile version