Site icon Amra Moulvibazari

অ্যান্টিবায়োটিক ব্যবহার বিষয়ে নতুন আইন পাশ হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

অ্যান্টিবায়োটিক ব্যবহার বিষয়ে নতুন আইন পাশ হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

মানিকগঞ্জ প্রতিনিধি:

যত্রতত্র অ্যান্টিবায়েটিক ব্যবহার রোধে আগামী সংসদেই আইন পাস হচ্ছে। আইনে রয়েছে কঠোর শাস্তির বিধান। এমন কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে ভার্চুয়ালি দেশের ৮ মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই- লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ৮ মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও সকল মেডিকেল কলেজে ই-লাইব্রোরির ফলে দেশের চিকিৎসা শিক্ষায় নব দিগন্তের দ্বার উন্মোচিত হলো। এর ফলে মেডিকেল শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা গ্রহণ করে বিশ্বমানের ডাক্তার হতে পারবেন।

তিনি আরও বলেন, যেভাবে চিকিৎসায় স্মার্ট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। একদিন সময় আসবে একজন মানুষও চিকিৎসার জন্য বিদেশে যাবে না।

জাহিদ মালেক বলেন, নানা কারণে চিকিৎসক ও নার্সদের পদোন্নতি বন্ধ ছিল। সব জটিলতা কেটেছে, শিগগিরই তাদের পদোন্নতি হবে।একই সাথে দেশের সকল হাসপাতালে শুন্যপদ গুলোও পুরণসহ নতুন করে দক্ষ জনবল নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এটিএম/



Exit mobile version