সিরাজদিখান-শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর গেল রোববার রাত ৯টার দিকে মো. আমির হামজা (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। একই সঙ্গে গোসলে নামা আরেক শিশু রিমনের (৯) লাশ দুইদিন পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হয়।
গত রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চাঁন্দেরচর এলাকায় এ ঘটনা ঘটে। আমির হামজা চান্দেরচর এলাকার আবদুল আউয়াল মিয়ার ছেলে। মো. রিমন একই এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।
বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেক চান সজিব জানান, আজ সকালে সাড়ে ৬টায় ঘটনাস্থল থেকে আধা কিমি. দূরে রিমনের লাশ নদীতে ভেসে ওঠে। এরপর লাশটি উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার ওসি একে এম মিজানুল হক জানান, ঘটনার কয়েকঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল আমির হামজার লাশ উদ্ধার করলেও নিখোঁজ ছিল রিমন। আজ সকালে রিমনের লাশ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
ইউএইচ/