Site icon Amra Moulvibazari

আশুলিয়ায় দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

আশুলিয়ায় দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর


স্টাফ করেসপনডেন্ট, সাভার:

আশুলিয়ার জিরাবোতে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুটি বাসে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে চলাচলরত আলী নুর পরিবহনের দুটি বাস পাল্লাপাল্লি করে বাইপাইল থেকে আশুলিয়া যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই মোটরসাইকেল আরোহী মারা যায়। এসময় উত্তেজিত জনতা আলী নুর পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আশুলিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, তাৎক্ষণিকভাবে নিহত মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় জানা যায়নি।

এটিএম/



Exit mobile version