Site icon Amra Moulvibazari

বিএনপির পরিচয় হচ্ছে মিথ্যা আর হত্যার রাজনীতি: আইনমন্ত্রী

বিএনপির পরিচয় হচ্ছে মিথ্যা আর হত্যার রাজনীতি: আইনমন্ত্রী


আইনমন্ত্রী আনিসুল হক।

আখাউড়া প্রতিনিধি:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির পরিচয় হচ্ছে মিথ্যা আর হত্যার রাজনীতি। বিএনপি যখন থেকে ক্ষমতায় এসেছে, ১৯৭৫ সালের পরে; তখন থেকেই বিএনপি হত্যার রাজনীতি শুরু করেছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নিজ সংসদীয় এলাকায় সফরে এলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, হত্যার রাজনীতির পর মিথ্যা কথার রাজনীতিই হলো বিএনপির রাজনৈতিক আদর্শ। ঠিক তারই ধারাবাহিকতা বজায় রেখে ২০০১ সালে যখন একটা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে, তখন বিএনপি প্রতিশোধ নেয়ার জন্য বাংলার জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে। বিএনপির কবল থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ভাইবোন, এমনকি পরিবার কাউকে তারা বাদ দেয়নি।

২০০৪ সালের ঘটনাকে স্মরণ করে দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বিএনপি ১৯ বার চেষ্টা চালিয়েছে। আল্লাহর রহমতে প্রতিবারই শেখ হাসিনা হত্যার হাত থেকে বেঁচে যান।

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেছেন, বাংলার মানুষ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়নই দেখে নাই, রাজনৈতিক শান্তিও দেখেছে। আমরা ওই শান্তির রাজনীতি অব্যাহত রাখতে চাই। আমরা জনগণের কাছে জনগণের প্রাপ্য ভোটাধিকার পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ ২০২৪ সালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা আবারও প্রমাণ করবো।

এ সময় আইনমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারাবাহিকতা, সেটাকে বজায় রেখে আপনারা কাজ করে যাবেন এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয় ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করে নস্যাৎ করুন।

এ সময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এম ই



Exit mobile version