Site icon Amra Moulvibazari

পিরোজপুরের ২ ইউপিতে বিপুল ভোটে হেরেছেন নৌকার প্রার্থীরা

পিরোজপুরের ২ ইউপিতে বিপুল ভোটে হেরেছেন নৌকার প্রার্থীরা


ফাইল ছবি

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ ইউপিতে হেরেছে নৌকার প্রার্থীরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এ ধাপে পিরোজপুর জেলায় মোট ২ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন দুইটি হলো নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ও দেউলবাড়ি-দোবড়া।

কলারদোয়ানিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের কবির হোসেনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের হাসানাত ডালিম। ডালিম বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

অপরদিকে, দেউলবাড়ি-দোবড়া ইউনিয়নে চশমা প্রতীকের এফ এম রফিকুল আলম বাবুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এ ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী মাস্টার মো. ওয়ালিউল্লাহ রয়েছেন ৩য় স্থানে।

/এসএইচ



Exit mobile version