Site icon Amra Moulvibazari

দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির পরিবারে শোকের মাতম

দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির পরিবারে শোকের মাতম


ফেনী প্রতিনিধি:

গতকাল (২৪ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচ বাংলাদেশির পরিবারে চলছে শোকের মাতম।

হঠাৎ করে প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর স্বজনরা। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ। নিহত পাঁচজনের বাড়িই ফেনীতে। এরমধ্যে দু’জন সোনাগাজীর, দু’জন দাগনভূঞার এবং একজনের বাড়ি ফেনী সদরে। দ্রুত সবার মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছে তাদের পরিবার।

শুক্রবার স্থানীয় সময় সকালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বাফেলো এলাকায় মালবাহী লরি চাপা দেয় প্রবাসী বাংলাদেশিদের বহনকারী গাড়িকে। ঘটনাস্থলেই মারা যান ৫ জন। জেলা প্রশাসক জানিয়েছেন, দ্রুতই তাদের মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। দুর্ঘটনায় আহত দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।

/এম ই



Exit mobile version