Site icon Amra Moulvibazari

জামায়াত সাথে ছিল না বলেই ’১৪ এর নির্বাচনে বিএনপি হেরেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামায়াত সাথে ছিল না বলেই ’১৪ এর নির্বাচনে বিএনপি হেরেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ছবি।

২০১৪ সালে জামায়াত সাথে ছিল না বলেই বিএনপি নির্বাচনে হেরেছিল। আর ২০১৮ সালের নির্বাচনে নেতৃত্বই ঠিক করতে পারেনি দলটি, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার ফোরামের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ কখনোই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরত যাবে না বলে এ সময় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আর বলেন, ২০২২ সাল থেকে সবচেয়ে কম সংঘাত হয়েছে। নির্বাচনী বছরে এ রকম অবস্থা আর কোন নির্বাচনের আগে ছিল না।

/এমএন



Exit mobile version