Site icon Amra Moulvibazari

মৌলভীবাজারে এক সপ্তাহে দুই গ্রামে দুর্ধর্ষ ডাকাতি

মৌলভীবাজারে এক সপ্তাহে দুই গ্রামে দুর্ধর্ষ ডাকাতি

দুর্ধর্ষ ডাকাতি

মৌলভীবাজার শহরে গত কয়েকদিন যাবত মানুষ খুব ভয়ে রাতের বেলা বসবাস করছে। তার কারণ হলো গত সপ্তাহে মৌলভীবাজারের রাধানগর ও রায়পুর গ্রামের দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও লুটপাট হয়েছে।

মৌলভীবাজারের ৩ নং কামালপুর ইউনিয়নের রাধানগর গ্রামে গত ২৭ জানুয়ারি সোমবার রাত ৩টার দিকে লতিফ মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়।
ডাকাতেরা কেছিগেটের তালা ভেঙে টাকা, সোনার গয়না ও বিভিন্ন মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়।

বাড়ির মালিক লতিফ মিয়া জানান, ২৫ – ৩০ জন মুখোশ পড়া বন্দুকধারী ডাকাত তাদেরকে অস্ত্রের মুখে মারধর করে বেধে গয়না, টাকা-পয়সা সহ অনেক মূল্যবান জিনিস লুটে নেয়।

এলাকাবাসীর ভাষ্যমতে, যখন এলাকার লোকেরা ডাকাতের খবর শুনে তাড়া দিতে যায় তখন ডাকাতেরা এলাকাবাসীকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি মারতে থাকে। তাই তারা ওই বাড়ির দিকে যেতে সাহস পায় নি। পরে পুলিশ আসার পর এলাকাবাসী ঘটনাস্থলে পৌছাতে সক্ষম হয়।

আবার গতকাল ২ ফেব্রুয়ারি রাতে একই ইউনিয়নের রায়পুর গ্রামের বিলাল মিয়ার বাড়িতেও ২৫ – ৩০ জন ডাকাত হানা দেয়। এসময় একইভাবে ডাকাতেরা এলাকাবাসীকে লক্ষ করে গুলি বর্ষণ করে।

বিলাল মিয়া জানান বন্দুকধারী ডাকাতেরা তাদের ঘরের দরজা ভেঙ্গে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে মারধর করে বেঁধে রাখে। ডাকাতেরা তাদের ঘর থেকে নগদ এক লক্ষ টাকা, সোনা – গয়না ও অনেক মূল্যবান জিনিস লুটে নেয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই বাড়ি পরিদর্শন করেছেন।

 

 


Connect with us on Facebook :

Exit mobile version