Site icon Amra Moulvibazari

খোলা সয়াবিন বিক্রি বন্ধ, নিম্ন আয়ের মানুষের জন্য যে ব্যবস্থা

খোলা সয়াবিন বিক্রি বন্ধ, নিম্ন আয়ের মানুষের জন্য যে ব্যবস্থা


আজ থেকে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের কথা থাকলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, খোলা সয়াবিন ফুড গ্রেড বোতল, প্লাস্টিক ফয়েল, পাউচ প্যাকে বাজারজাত করার কথা। নিম্ন আয়ের মানুষের কেনার সুবিধার্থে ছোট ছোট প্যাকেটে বিক্রির ব্যবস্থা করার নির্দেশনা আছে। যাতে প্রয়োজনমতো ১০ টাকা, ২০ টাকার তেলও কেনা যায়।

দোকানিরা জানিয়েছেন, তাদের অনেকের কাছে খোলা সয়াবিন তেল আছে। এসব তেল বিক্রি শেষ হলে আর নতুন চালান সংগ্রহ করবেন না তারা। তবে এ বিষয়ে কোনো তদারকি চোখে পড়নি। সয়াবিন ও পাম অয়েলে ভেজাল মিশ্রিত হচ্ছে কিনা তা ধরা কঠিন। এ বিষয়টি মাথায় রেখেই খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয় শিল্প মন্ত্রণালয়।

খোলা পাম তেল বিক্রি বন্ধ হবে ৩১ ডিসেম্বর। বাজারে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দামে লিটারে ২০ টাকার মতো পার্থক্য থাকে।

/এডব্লিউ



Exit mobile version