পাকিস্তানে জঙ্গি হামলায় প্রাণ গেছে চার সীমান্তরক্ষীর। শনিবার (১ এপ্রিল) বেলুচিস্তানে ইরান সীমান্তবর্তী কেচ জেলায় হয় এ ঘটনা। খবর বিবিসির।
নিহত সেনাদের অস্ত্র নিয়ে যায় হামলাকারীরা। ইরান থেকে পরিচালিত জঙ্গিরা দায়ী এ হামলার পেছনে, এমন দাবি করা হয় পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে তেহরানের সাথে আলোচনা চলছে বলেও জানায় তারা।
মৃত চার সীমান্তরক্ষীর পরিচয় ও ছবি প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে একজন কর্পোরাল, একজন ল্যান্স-কর্পোরাল এবং দুইজন চুক্তিভিত্তিক সদস্য।
হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। গত মাসে বেলুচিস্তানে এক আত্মঘাতী হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত হন। আহত হন ১৩ জন। বেলুচিস্তানে ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে পাকিস্তানের।
এটিএম/