Site icon Amra Moulvibazari

করোনায় শনাক্তের সংখ্যা ২০ এর নিচে

করোনায় শনাক্তের সংখ্যা ২০ এর নিচে


প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে আরও ১৯ জনের। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ২৬টি। করোনায় আক্রান্ত হয়ে এদিন কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৮ লাখ ৯৪ হাজার ১২৩ জন। মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৭ জন।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

/এমএন



Exit mobile version