সদ্য সমাপ্ত হওয়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এর নির্বাচনে প্রার্থীদের ব্যবহৃত পোস্টার – ব্যানার অতি দ্রুত সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী সোমবার এর ( ৩ ফেব্রুয়ারির) মধ্যে প্রত্যেক প্রার্থীদের নিজ নিজ খরচে এই পোস্টার – ব্যানারগুলো অপসারণ করতে হবে। তবে সরকারি সংস্থা কর্তৃক এগুলো সরালে প্রার্থীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে ইসি-র জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এইসব কথা বলেন।
তিনি বলেন, ” ৩ ফেব্রুয়ারির মধ্যে যে যে প্রার্থী নিজেদের প্রচারণা করেছেন, নিজ দায়িত্বে তারা তাদের পোস্টার অপসারণ করে নিয়ে যাবেন। তা মানা না হলে নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, যারা দায়িত্বে আছেন তারা অপসারণ করাতে গেলে আর্থিক ক্ষতি পূরণ দিতে হবে এবং অন্যান্য যে বিধানগুলো আছে সেগুলোও মেনে নিতে হবে।”
এছাড়া তিনি সব প্রার্থীদের কাছে অনুরোধ করেছেন তারা যেন নিজ নিজ দায়িত্ব এই পোস্টার ও ব্যানারগুলো সরিয়ে নেয়।
গতকাল শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এর নির্বাচনের ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে। এই নির্বাচনে ঢাকা দক্ষিণে আওয়ামীলীগ মনোনীত নতুন প্রার্থী ফজলে নূর তাপস ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে এবং উত্তরে আওয়ামীলীগের আতিকুল ইসলাম ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।
আরো পোস্টঃ ঢাকা উত্তর সিটি করর্পোরেশনে ওয়ার্ড কাউন্সিল পদে নির্বাচন করছেন সিলেটের কন্যা
Connect With us on Facebook :