Site icon Amra Moulvibazari

টুইটারের মালিক এখন ইলন মাস্ক, ফিরছেন ব্লক হওয়া আলোচিত ব্যক্তিরা

টুইটারের মালিক এখন ইলন মাস্ক, ফিরছেন ব্লক হওয়া আলোচিত ব্যক্তিরা


টুইটারে আবারও ফিরে এনেছেন টাকার কার্লসন (ডানে) এবং মার্ক লেভিন (বামে)। ছবি: সংগৃহীত।

সব জল্পনা ও বিতর্ক শেষে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে ফেলেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সোমবার (২৫ এপ্রিল) টুইটার কর্তৃপক্ষের একটি বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। ফেক অ্যাকাউন্ট শনাক্ত এবং টুইটারে প্রচলিত অন্যান্য শক্ত গাইডলাইন শিথিল করতে চান ইলন, এমনটি মনে করা হচ্ছিল। এর প্রমাণ পাওয়া গেলো আনুষ্ঠানিকভাবে টুইটার হস্তান্তর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই। সোমবারই (২৫ এপ্রিল) ফের চালু করা হলো টাকার কার্লসন, মার্ক লেভিনের ব্লক হয়ে যাওয়া অ্যাকাউন্ট।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার ইলনের মালিকানাধীন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ‘উই আর ব্যাক’ লিখে টুইট করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক টাকার কার্লসন। গত মাসেই তাকে টুইটার থেকে বহিষ্কার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডার সহকারী স্বাস্থ্য সচিব ডা. রাচেল লেভিনকে ‘পুরুষ’ বলে আখ্যা দিয়ে ব্যাঙ্গ করার জন্য টুইটারের গাইডলাইন লঙ্ঘনের দায়ে তার অ্যাকাউন্টটি বাতিল করা হয়।

এদিকে, ফক্স নিউজের উপস্থাপক মার্ক লেভিনও টুইটারে ফিরেছেন। সোমবার তিনি টুইট করেন, ‘নতুন মালিককে ধন্যবাদ। আবারও টুইটারে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম’। এছাড়া টুইটার থেকে বহিষ্কার হওয়া একাধিক আলোচিত ব্যক্তি আবারও ফিরে এসেছেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

বাক স্বাধীনতায় বিশ্বাস করেন ইলন মাস্ক। টুইটার কেনার প্রস্তাব দেয়ার আগে তিনি জানিয়েছিলেন, যে কোনো উপায়েই গণতন্ত্র ও মানুষের বাক স্বাধীনতা বজায় রাখা উচিত। টুইটারে বর্তমানে এমন অনেক অহেতুক শক্ত গাইডলাইন আছে যা মানুষের এই অধিকারকে খর্ব করে। তাই টুইটারের নীতিমালায় এবার আমূল পরিবর্তন আনতে চলেছেন ইলন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

এসজেড/



Exit mobile version