Site icon Amra Moulvibazari

নাটোরে বিএনপি নেতার প্রকাশ্যে অস্ত্রের মহড়া

নাটোরে বিএনপি নেতার প্রকাশ্যে অস্ত্রের মহড়া


নাটোরে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেখালেন এক বিএনপি নেতা। ছুড়েছেন গুলিও।

শনিবার (১ এপ্রিল) শহরের আলাইপুরে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এসময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু নিজের লাইসেন্সকৃত পিস্তল হাতে বেরিয়ে আসেন। গুলি ছুড়ে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করে তিনি। তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়ায় দ্রুত দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন বাচ্চু। প্রায় আধ ঘণ্টা ধরে চলে ইটপাটকেল নিক্ষেপ-সংঘর্ষ।

এদিকে প্রকাশ্যে বিএনপি নেতার অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের ঘটনায় পৌর যুবলীগের উদ্যোগে আজ দুপুরে কানাইখালি এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

এটিএম/



Exit mobile version