Site icon Amra Moulvibazari

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ডেনমার্কের রাজকুমারী

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ডেনমার্কের রাজকুমারী


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে পৌঁছালে ডেনিশ রাজকন্যাকন্যাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ পদস্থ সরকারি কর্মকতারা।
 
এ সময় তিনি ড্যানিশ রিফিউজি কাউন্সিলের উদ্যোগে ক্যাম্পের পাহাড় ভাঙ্গন রোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি পর্যবেক্ষণ করেন। এরপর তিনি ৮ ও ৬ নম্বর ক্যাম্পে যান ও পায়ে হেঁটে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সাথে কথা বলেন।
 
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে রাজকুমারী গাছের চারা রোপন করেন এবং রোহিঙ্গা কো-অর্ডিনেশন অফিসে রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এরপর, উখিয়ার রাজাপালং এলাকার স্থানীয়দের সাথে সাক্ষাৎ করেন তিনি। স্থানীয়দের সাথে বিভিন্ন বিষয়ে অবগত হন। 

এর আগে, সোমবার (২৫ এপ্রিল) বিকেলে ২ দিনের সফরে কক্সবাজারে পৌঁনেন ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন।

/এসএইচ



Exit mobile version