Site icon Amra Moulvibazari

কবর খুঁড়তে গিয়ে মাইন উদ্ধার

কবর খুঁড়তে গিয়ে মাইন উদ্ধার


সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়া সীমান্তের কাকডাঙা এলাকা থেকে মুক্তিযুদ্ধকালীন ‍‍‍‌‌‍’এন্টি পারসোনেল মাইন’ উদ্ধার করেছে র‍্যাব। বুধবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে র‍্যাবের বোম্ব ডিসপোজাল একটি ইউনিট মাইনটি উদ্ধার করে। পরবর্তীতে সেখানে কাকডাঙা মাদরাসার পেছনে ফাঁকা স্থানে মাইনটি নিষ্ক্রিয় করা হয়।

কাকডাঙা বিজিবি ক্যাম্প জানায়, মঙ্গলবার (৭ মার্চ) কবর খুঁড়তে গিয়ে বোমা সাদৃশ্য বস্তুটির সন্ধান পায় এলাকাবাসী। পরবর্তীতে বিজিবি ক্যাম্পে ঘটনাটি জানালে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেয়া হয়। তারপর থেকে তারা বস্তুটি উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছিলেন।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানী কমাণ্ডার মেজর গালিব হোসেন জানান, র‍্যাবের একটি বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তুটি উদ্ধার করে। দেখা যায় সেটি একটি মুক্তিযুদ্ধকালীন সময়ের ‘এন্টি পারসোনেল মাইন’। এর নাম পি-সেভেন। আমেরিকান এম টু এ ফোর মাইন অনুকরণে পাকিস্তান তৈরি করতো পি সেভেন ভার্সন। মূলত উদ্ধারকৃত মাইনটি পি সেভেন পাকিস্তানি ভার্সন মাইন। যে কোনোভাবে সেটি মাটির নিচে পড়ে ছিল ও সতেজ ছিল। উদ্ধারের পর ফাঁকাস্থানে মাইনটি নিষ্ক্রিয় করা হয়েছে।

/এনএএস



Exit mobile version